Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের কারেন্টজাল আটক

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ফতুল্লায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল আটক করেছে কোস্ট গার্ড। গত রোববার সকালে এক অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ট্রলার হতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের এই কারেন্টজাল আটক করা হয়। গতকাল সোমবার দুপুরের দিকে কোস্ট গার্ড পাগলা স্টেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জোনের জোনাল কমান্ডার এ টি এম রেজাউল হাসান এর সার্বিক দিকনির্দেশনায় কোস্ট গার্ড পাগলা স্টেশান-এর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ-এর তত্ত্বাবধানে টিম লিডার পেটি অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে গোপন তথ্যেও ভিত্তিতে ওই অভিযান পরিচালিত করে।
তারা জানায়, বুড়িগঙ্গা নদীর ফতুল¬া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ‘এম ভি মুক্তারপুর পরিবহন’ মালবাহী ট্রলার হতে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করে। যার আনুমানিক মূল ১ কোটি ২০ লাখ টাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ