Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের হেলথ ক্যাম্প-২০১৭

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে জার্নালিস্ট হেলথ ফোরামের সার্বিক সহযোগিতায় গতকাল সোমবার ‘মেডিকেল হেলথ ক্যাম্প’র আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত সেগুনবাগিচাস্থ ক্র্যাব কার্যালয়ে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন ডা: মো. ইফাজ সামিহ্, ডা: ফাতিমা ইদ্রিস ইভা, ডা: ফারহানা আরফিন কাঁকন, ডা: মো.আব্দুল জাহিদ ও ডা: শাফি উদ্দিন আহমদ। স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা সেবার লক্ষ্যে আয়োজিত এই হেলথ ক্যাম্পে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
হেলথ ক্যাম্প শেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এবং জার্নালিস্ট হেলথ ফোরামের সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাব সহ-সভাপতি সাব্বির মাহমুদ, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি পারভেজ খান এবং ইসারফ হোসেন ইসা। এ সময় জার্নালিস্ট হেলথ ফোরামের সহ-সভাপতি ডা: মো.আব্দুল জাহিদ, মহাসচিব ডা: শাফি উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা ডলিসহ নেতৃবৃন্দ ও ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • সোনা মিয়া ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১:১০ এএম says : 0
    আমি খুব বিপদে আছি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই
    Total Reply(0) Reply
  • Md, Samsul Alam chy ১১ মার্চ, ২০২১, ৮:৫২ পিএম says : 0
    Please give me your phone number
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ