বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে গত রোববার বঙ্গভবনে প্রেসিডেন্ট মো: আব্দুল হামিদের সাথে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত (চেয়ারম্যান) হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর-এর নেতৃত্বে দশ সদস্য প্রতিনিধি দল বৈঠক করেছেন। দলের আমিরে শরীয়ত ক্বারী আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর খেলাফত আন্দোলনকে সংলাপে আমন্ত্রণ জানায় প্রেসিডেন্টকে আন্তরিক মোবারকবাদ জানান। প্রেসিডেন্টের সাথে অনুষ্ঠিত সংলাপে খেলাফত আন্দোলনের প্রস্তাবে বলা হয়, প্রেসিডেন্টের সময়োপযোগী ঐতিহাসিক এ সংলাপে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট ও পরস্পরের সংঘাত-অবিশ্বাস হ্রাস পাবে এবং গুণগত পরির্বতনের দ্বারও উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যার হচ্ছেন, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, হাজী মোহাম্মদ জালাল উদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মিনহাজুদ্দীন, মাওলানা সুলতান মহিউদ্দীন ও এডভোকেট লিটন চৌধুরী। আট দফা প্রস্তাবে আরো বলা হয়, দেশ ও জাতির স্বার্থে অবাধ, সুষ্ঠু, অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সংবিধানের নির্দেশনা অনুযায়ী একটি স্থায়ী আইন প্রণয়ন করা সময়ের দাবি। সৎ, নিষ্ঠাবান, যোগ্যতাসম্পন্ন এবং নিরপেক্ষ- নির্দলীয় ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা। কমিশনারগণ ব্যক্তিগতভাবে কোন দলের হলেও নীতিগতভাবে আল্লাহভীরু, দৃঢ়চেতা, সৎ, ইনসাফ পছন্দ ও ন্যায়-নীতি পরায়ন হওয়া অতিব জরুরি। এমন গুণে গুণান্বিত ব্যক্তিদের সমন্বয়ে প্রেসিডেন্টের দূরদর্শিতায় সংবিধান মতে কমিশন গঠন করবেন- এটাই আমাদের প্রত্যাশা। প্রেসিডেন্ট অত্যন্ত ধৈর্য্যের সাথে প্রতিনিধি দলের বক্তব্য শোনেন। প্রেসিডেন্ট তাদের প্রস্তাব যৌক্তিক বলে অভিমত ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।