পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ঢাকায় নেপালের বিভিন্ন পণ্যের মেলা মার্চে অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ নেপালি দূতাবাসের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ২ থেকে ৪ মার্চ নেপাল এক্সপো-২০১৭ নামে এটি অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী এই প্রদর্শনীতে নেপালের বিভিন্ন ট্যুর অপারেটর ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠান, পশমিনা, জুয়েলারি, হারবাল ওষুধ ও তেল, পেপার পণ্য, পশমি কার্পেট, হস্তশিল্প, পাথর ও ধাতব পণ্য, মসলা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। একইসঙ্গে নেপালে ফ্লাইট পরিচালনাকারী বিমানসংস্থা, ট্যুর অপারেটরসহ বিভিন্ন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নেবে। ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে টিমস্। রোববার নেপাল দূতাবাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দিলিপ প্রসাদ আচার্য এবং টিমসের ব্যস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের চার্জ ডি অ্যাফেয়ার্স ধান বি. অলি এবং মিলিটারি অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল সাগর বি. কে. সি.।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।