Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শাহরাস্তিতে প্রতিপক্ষের হামলায় আহত ৩

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তিতে নিজ মালিকীয় সম্পত্তিতে বাড়ি নির্মাণের কাজ চলাকালীন প্রতিপক্ষের লোকজনের হামলায় ৩ জন আহত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউপির রাজাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার বাদী হয়ে ওইদিন রাতে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিয়া বড়ির মৃত আঃ আলী মিয়ার পুত্র মোঃ মাহবুব আলম (৩২) নিজ মালিকীয় সম্পত্তিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ চলাকালীন একই বাড়ির মৃত আঃ রশিদের পুত্র নাদিমুর রশিদ বাবু’র (৩৯) নির্দেশে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাঁধা প্রদান করে। ওই সময় হামলাকারীরা মাহবুব আলমকে বেদম প্রহার করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করতে এসে রাজাপুরা ফাজিল মাদ্রাসার আলীম ১ম বর্ষের ছাত্র ইছাপুরা গ্রামের আঃ কাদেরের পুত্র আবদুল মতিন (১৮) ও রাজাপুরা গাজী বাড়ির মৃত মোঃ মুসলিম মিয়ার পুত্র আবু ইউসুফ বাচ্চু (৪০) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনলে গুরুতর আহত মাহবুবকে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে গুরুতর আহত মাহবুব আলম জানায়, আমি ইছাপুরা মৌজার ৭৭৭নং খতিয়ানের ৩৬৮ ও ৩৮০নং দাগের ৪ শতক সম্পত্তির ভোগদখলকার। ওই সম্পত্তিতে আমি নির্মাণকাজ শুরু করলে রাজাপুরা ফাজিল মাদ্রাসার স্বঘোষিত সভাপতি নাদিমুর রশিদ বাবুর নির্দেশে ইছাপুরা গ্রামের মোশারফ হোসেনের পুত্র সফিউল আলম শুক্কুর, রাজাপুরা গ্রামের মৃত আঃ ছাত্তারের পুত্র মুসা মজুমদার, চান্দিনা উপজেলার ইমরান, সিলেট জেলার জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম সহ ৮-১০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাধা প্রদান করে। এক পর্যায়ে ভাড়াটিয়া শুক্কুর আমাকে নির্মাণকাজের স্থান হতে বাঁশ ও বেইলচা দিয়ে এতোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। ওই সময় তাদের হামলা থেকে আমাকে রক্ষা করতে গিয়ে ২ ব্যক্তি আহত হয়েছে। ওই সময় হামলাকারীরা আমার ও আহত মতিনের কাছ থেকে দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। তিনি আরো জানান, এ বিষয়ে থানায় বেশ ক’বার উভয় পক্ষকে ডাকা হলেও তারা হাজির হয়নি। নির্মাণাধীন কাজের সম্পত্তি ছাড়াও ওই স্থানে আমাদের প্রচুর সম্পদ রয়েছে। ওই ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের লোকদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ