Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারপ্রাপ্ত ও সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

আমতলী পল্লী উন্নয়ন কর্মকর্তার পদ শূন্য দীর্ঘদিন

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : আমতলী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার পদটি দীর্ঘদিন যাবৎ শূন্য। ভারপ্রাপ্ত ও সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, চরিত্রহীনতা ও অসদাচরণের এন্তার অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সদস্য ফরিদা ইয়াসমিন মহাপরিচালক বিআরডিবি ঢাকা বরাবরে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমারের বিরুদ্ধে চরিত্রহীনতা, অশালীন আচরণ, কর্জ দাদন ও বিতরণের সময় মহিলাদের শ্লীলতাহানীর অভিযোগসহ অনেক অভিযোগ দায়েরসহ সুবিচার পাওয়ার আবেদন জানিয়েছেন। অপরদিকে আমতলীর পৌরসভার সবুজবাগস্থ জনৈক হাবিবুর রহমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মহোদয়ের বরাবর আমতলী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুম মিয়ার বিরুদ্ধে প্রায় ডজন খানেক অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, বিআরডিবি’র পরিচালক এমএ ছালেক মাসুম মিয়ার সম্পর্কে দুলা ভাই। এই খুঁটির জোরে তিনি পল্লী জীবিকায়ন প্রকল্পে চাকরি দেয়ার প্রলোভনে বহু সুন্দরী মেয়েদের সমুদ্র সৈকত কুয়াকাটায় নিয়ে হোটেলে রাত কাটান। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফান্ডে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে লঞ্চে ঢাকা নিয়ে যান, লঞ্চের কেবিনে রাত কাটান। পরে তাকে নিয়ে কক্সবাজার যান। এ ঘটনা এলাকায় জানাজানি হলে সামাজিক চাপে তাকে বিয়ে করেন। এছাড়া অফিসে ঠিকমত না আসা, অফিসের সম্পদ আত্মসাৎ করা, কর্জ দাদন বিতরণে উৎকোচ গ্রহণ, অফিসে গ্রুপিং করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন মামলা তদন্তের অর্পিত দায়িত্ব পালনে মোটা অংকের উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে। আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি মো. জাহিদ-উল-আলম বিআরডিবি এর মহা-পরিচালক বরাবর আমতলীতে একজন অভিজ্ঞ পূর্ণাঙ্গ পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেয়ার আবেদন জানিয়ে উল্লেখ করেছেন যে, এখানে ৮টি সরকারি প্রজেক্টে লাখ লাখ টাকার কাজকর্ম পরিচালনা করার জন্য সহকারী কিংবা অতিরিক্ত দায়িত্ব/চলতি দায়িত্ব/ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে সম্ভব নয়। এই পদটি বহু বছর যাবৎ শূন্য পরে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ