Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কালকিনিতে বিক্ষোভ মিছিল

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি এলাকার ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে হত্যার পরিকল্পনা ফাঁস হওয়ার পর গত রোববার দুপুরে খাসেরহাটে ৩ সহস্রাধিক গ্রামবাসী পরিকল্পনাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আর গ্রামবাসীর বিক্ষোভের মুখে পরিকল্পনাকারীরা ট্রলারযোগে আঁড়িয়াল খা নদ পাড় হয়ে পলিয়ে যায়। বিক্ষোভকারীরা জানায়, গত ৩ জানুয়ারি রাতে কবির মৃধার বাড়িতে একাধিক হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি কবির মৃধা, আক্তার সিকদার, মামুন সিকদার, ইসমাইল সিকদার, জসিম সিকদার, খবির মৃধা, কাশেম বেপারী ও হাসেম বেপারী মিটিং করে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে হত্যার পরিকল্পনা করে। আর এ পরিকল্পনা ফাঁস হয়ে গেলে তা গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ ব্যাপারে খাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ আঃ রশিদ বলেন, বিষয়টি উক্ত এলাকার পূর্ব দলাদলীর জের রয়েছে। আর অভিযুক্তকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ঠিকই তবে তাদের বিরুদ্ধে কোন ওয়ারেন্ট নাই। আর এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সুমনের লোকজনের বিক্ষোভের সময় প্রতিপক্ষ বাধা দিলে একাধিক খুনের ঘটনার সম্ভাবনা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ