রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫ কেজি জাটকা, ৪ লাখ ২১ হাজার টাকা মূল্যের ২৭ হাজার ৬শ’ মিটার অবৈধ কারেন্ট ও বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে সমন্বিত বিশেষ অভিযান কর্মসূচির আওতায় গতকাল সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭টি অভিযান ও ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিষখালী নদী থেকে ২৩ হাজার ৫শ’ মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি বেহুন্দী ও বিভিন্ন ধরনের আরও ৮টি ৪ হাজার ১শ’ মিটার জালসহ ৪ লাখ ২১ হাজার টাকা মূল্যের জাল যৌথভাবে জব্দ করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ। জনসম্মুখে জব্দকৃত জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) এসএম বদরুজ্জামান ও বেতাগী থানার এসআই হাবীবুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।