বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘গভীর রাতে ঘুম থেকে জেগে চোখ খুলেই দেখতে পাই স্বামীর ঝুলন্ত দেহ। গলায় ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলে আছে আমার শরীর স্পর্শ করে। কিন্তু কখন সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা জানি না’। অনেকটা স্বাভাবিকভাবেই এই কথাগুলো থানা পুলিশ ও স্থানীয়দের কাছে বলছিলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্বসরালীয়া গ্রামের ২ সন্তানের জননী শ্যামলী বেগম (২৫)।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে তিনি দেখতে পান যে, তার স্বামী শুকুর আলী মুসুল্লী (৩৪) আত্মহত্যা করেছেন। এ সময় শ্যামলী বেগম ডাক চিৎকার দিয়ে জড়ো করেন আশপাশের লোকজন। খবর পেয়ে আজ সোমবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে নিয়ে যায় যায় পুলিশ।
স্থানায়ীদের মতে, ভ্যান শ্রমিক শুকুরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ কাউকে আটক করেনি। থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, শুকুরকে হত্যার কোন অভিযোগ পাওয়া যায়নি। অপমৃত্যু মামলা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে লাশের পোস্টমর্টেম করানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।