Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট চলছে

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:৫৭ পিএম

বাগেরহাটের শরণখোলায় কলেজছাত্রীর অপহরণকারীরা গ্রেফতার না হওয়ায় উপজেলার রায়েন্দা বাজারে অর্ধদিবস ধর্মঘট চলছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় সচতেন নাগরিক কমিটির ব্যানারে এ ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা।

ধর্মঘটের কারণে সকাল থেকে উপজেলা সদরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলন বলেন, শুক্রবার গভীর রাতে শরণখোলা উপজেলা সদরের রাজৈর গ্রামের শাহ আলম গাজী দুলুর বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় তারা গৃহকর্তা দুলু ও তার স্ত্রীকে
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং তাদের কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ করে।
ওই ঘটনায় শনিবার (৭ জানুয়ারি) বিকেলে গৃহকর্তা দুলু তার মেয়ে ফাতেমা তুজ জোহরা শান্তার তালাকপ্রাপ্ত স্বামী সজিব আকনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ