Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:৫৪ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার বেজগাতী মোড়ে ট্রাকের ধাক্কায় আবু তালেব (২৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ পাঁচ জন।
সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আব্দুল গনি সেখের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, বাগবাটী থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আবু তালেবের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশাচালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলাম ও আরো চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ