বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের একটি নর্দমার স্তূপ থেকে তরুণের এবং মহাখালীতে গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গতকাল রোববার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মোহাম্মদপুর ঢাকা মেট্র্রো হাউজিংয়ের নর্দমার স্তূপ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি জামাল মীর বলেন, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই তরুণকে হত্যার পর ওই খানে ফেলে রাখে।
এ দিকে মহাখালী রেললাইনের পাশের একটি গাছে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বনানী থানা পুলিশ জানায়, একটি গাছের ডালের সঙ্গে দশ থেকে বারো ফুট ওপরে অজ্ঞাত ব্যক্তির লাশটি ঝুলছিল। নিহতের পরনে ছিল প্যান্ট ও সোয়েটার। উভয় ঘটনায় পৃথক থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।