Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের অনুসন্ধান চলবে বিদেশ যেতে বাধা নেই ফালুর

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোটের্র আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল রোববার এ বিষয়ে দুদকের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন রুহুল কুদ্দুস কাজল ও তাজুল ইসলাম। পরে খুরশীদ আলম খান আদেশের বিষয়ে বলেন, ফালুকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। তবে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ