Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ইটভাটার মালিককে জরিমানা

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীরপাড়ে এমবিএম নামে একটি ইটভাটার মালিক মোঃ কবিরকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (রোববার) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানার এই রায় দেন। এসময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের পরিদর্শক আনোয়ার হোসেন, জেসমিন আক্তার ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফজলুল হক। নির্বাহী ম্যাজিস্ট্রেট পাভেজুর রহমান জানান, এমবিএম ইটভাটার মালিক মোঃ কবির দীর্ঘদিন যাবত ধলেশ্বরী নদী দখল করে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিল। তাই এই অবৈধ কাজ করার অপরাধে ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২ লাখ টাকা জরিমান করা হয় এবং অনাদায়ে তাকেও ২ বছরের কারাদ- প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ