Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিমলায় শিশু ধর্ষণ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : ডিমলায় শনিবার সন্ধ্যায় ৬ বছরের শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গোডাউনের হাট গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটিকে পরিবারের লোকজন উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে। জানা যায়, গোডাউনের হাট গ্রামের ছামিনুর রহমানের কন্যা ও গোডাউনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী সন্ধ্যায় বাড়ীর পার্শ্ববর্তী আব্দুল জব্বারের বাড়ী বেড়াতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকায় জব্বারের লম্পট পুত্র ডোমার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সবুজ (২২) শিশুটিকে রুমের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্বার হাসপাতালে ভর্তি করে। ডিমলা হাসপাতালে ভর্তি করার পর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক অনুপ কুমার রায় তাকে রংপুর হাসপাতালে স্থানান্তর করেন। ডিমলা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার অনুপ কুমার রায় বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে দেখে ও তার পরিবারের সাথে কথা বলে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। ডিমলা থানার ওসি সাহাবুদ্দিন বলেন, শিশুর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে, পরিবারটি রংপুর হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও অভিযোগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ