Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের হত্যার হুমকির অভিযোগ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ভিজিডি কার্ডের তালিকায় অনিয়মের প্রতিবাদ করায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা ফয়েজ উদ্দিন ৯ জন মেম্বারকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি উল্লেখ করে গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ৯ জন ওয়ার্ড সদস্য। অভিযোগে জানা গেছে, চেয়ারম্যান ফয়েজ উদ্দিন সকল ইউপি সদস্যদের নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর ইউপি পরিষদ চত্বরে ভিজিডি কার্ড তৈরির জন্য একটি সভা আহ্বান করে। উক্ত সভায় ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলেন ৯ ইউপি সদস্য। এক পর্যায়ে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সাথে ইউপি সদস্যদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে চেয়াম্যান ফয়েজ উদ্দিন উত্তেজিত হয়ে ওই সকল ইউপি সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়া পরদিন চেয়ারম্যান ইউপি চত্বরে প্রকাশ্যে ৯ ইউপি সদস্যদের গুলি করে হত্যা করবে বলে হুমকি দেন।  অভিযোগে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত করেছেন। অন্যদিকে গত বছরের পহেলা ডিসেম্বর থেকে সকল প্রকার বরাদ্দকৃত সুযোগ সুবিধা থেকে ওই সদস্যদের বঞ্চিত করেন চেয়ারম্যান। এমনকি ইউপি ভবনের একটি পরিত্যক্ত টিনশেডের ঘর নিলাম ছাড়াই বিক্রয় করে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি ভিত্তিহীন। ইউপি সদস্যরা আমাকে হয়রানী লক্ষে এসব অভিযোগ করছেন।
সাবেক ইউপি সদস্যসহ আটক ৮
শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেনাউল ইসলামসহ ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল রোববার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ