Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

ঝুঁকিতে পাশের দ্বিতল ভবন

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও ড্যাপের অধীনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউকের) বিল্ডিং কোড অমান্য করে একটি আবাসিক ভবনের পাশেই অপর একটি ভবন জোরপূর্বক নিজ সীমানা অতিক্রম করে ভবন নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ভক্তবাড়ি এলাকায়। ঝুঁকিপূর্ণ ভবনের মালিক শরীফুল ইসলাম জানান, পিতলগঞ্জ মৌজাস্থিত এসএ ৮০নং খতিয়ানে ৪৫০নং দাগের ১৫ শতকের কাতে ৬ শতক জমিতে ৬ তলা ভিত্তিপ্রস্তর স্থাপন করে দ্বিতল ভবনের পূর্ণ অংশে বসবাস করে আসছেন। সম্প্রতি পাশের জমির মালিক নুরুল ইসলাম, ছমির মুন্সিসহ অজ্ঞাত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক আমার বসবাসকৃত জমিতে তাদের জমির সীমানা অতিক্রম করে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে উভয়ের মাঝে বিরোধের সূত্রপাত হয়। ফলে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে বিগত ০৪/১৭ নং মোকদ্দমা মাধ্যমে একটি অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করেন আদালত। কিন্তু বিবাদীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক তাদের ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এতে দ্বিতল ভবনটি হেলে পড়া কিংবা ধসে যাওয়ায় আশঙ্কা করছেন তিনি। এ সময় তিনি আরো জানান, বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেও সঠিক বিচার পাচ্ছেন না। ফলে যে কোন সময় তাদের ভবনটি হেলে পরার আশঙ্কা করেন তিনি। তবে অভিযুক্ত নুরুল ইসলাম দাবি করেন, তাদের দখলকৃত জমিতেই ভবন নির্মাণ করছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, শরিফুল ইসলামের সাথে নুরুল ইসলামদের জমি সংক্রান্ত ঝামেলা রয়েছে। এ ঘটনায় মহামান্য আদালতের নিষেধাজ্ঞার কোন কাগজপত্রাদি হাতে পাইনি। পেলে অবশ্যই তা তামিল করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ