Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় সাধারণ মানুষকে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে এক প্রতারক। এ ঘটনায় ওই প্রতারকের নামে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের বাসিন্দা মৃত মুকুন্দ গোমস্তার ছেলে পাথরঘাটা তাছলিমা মেমোরিয়াল একাডেমিক বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক মনোতোষ গোমস্তা একই এলাকার শতাধিক পরিবারের সাধারণ মানুষকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর পূর্বে উল্লেখিত মনোতোষ গোমস্তা তাদেরকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে পরিবার প্রতি ৪ হাজার থেকে ৫ হাজার টাকা করে প্রায় ৫ লাখ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। পরে এলাকাবাসী মনোতোষ গোমস্তার কাছে বিদ্যুতের ব্যাপারে জানতে চাইলে আজ কাল বলে টালবাহানা করে। একপর্যায় এলাকাবাসী মনোতোষ গোমস্তার কাছে তাদের দেওয়া টাকা ফেরত চাইলে মনোতোষ গোমস্তা বিভিন্ন ভাবে কৌশলে টাকার কথা এড়িয়ে যায়। অবশেষে এলাকাবাসী উপজেলার বিভিন্ন জন প্রতিনিধিদের কাছে নালিশ করে কোন ফল না পাওয়ায় তারা বাধ্য হয়ে পৃথকভাবে মনোতোষ গোমস্তার নামে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলার বাদী  মাখন চন্দ্র কুলু ও মো. মনিরুজ্জামান মনির বলেন, আমরা এলাকার সহজ স্বরল মানুষ তাই আমাদেরকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতিবেশী মৃত মুকুন্দ গোমস্তার ছেলে মনোতোষ গোমস্তা আমাদের প্রত্যেক পরিবারের কাছ থেকে ৪ হাজার কোথাও ৫ হাজার টাকা করে হাতিয়ে নেয়। টাকা নেয়ার কথা স্বীকার করে মনোতোষ গোমস্তার বলেন, এলাকাবাসী স্বেচ্ছায় বিদ্যুতের জন্য খরচ বাবদ আমার কাছে কিছু টাকা দিয়েছে, আর এ ব্যাপারে আমি অনেক টাকা খরচও করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ