Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যালয়ের নিম্নমান সহকারি নিয়োগে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম্নমান সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, চাপাদহ বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম্নমান সহকারি কাম কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণকারী ৮ জনের মধ্যে কুপতলা দুর্গাপুর গ্রামের মাসুদার রহমানের ছেলে মাহফুজ উল্লাহ হাজ্জাজ সর্বোচ্চ নম্বর পান। কিন্তু অজ্ঞাত কারণে তাকে নিয়োগ দিচ্ছেন না কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, কম নম্বরপ্রাপ্ত একজন প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে নিয়োগ দেয়ার পায়তারা করা হচ্ছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা বেগমের যোগসাজসে ও অর্থের বিনিময় এবং তার প্রত্যক্ষ মদদে এই নিয়োগের ক্ষেত্রে এই অনিয়ম করা হয়েছে। প্রধান শিক্ষক মাহামুদা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ