Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ৬:৪৩ পিএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে গ্রামের একটি কলাবাগানের মধ্যে থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে মানিকডিহি গ্রামের মফিজ উদ্দীনের কলাবাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ বলছে, নিহত ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, নিহতের পরিচয় উদঘাটনে আশপাশের জেলায় বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ