Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মণিরামপুরে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ৬:৩৮ পিএম

যশোর ব্যুরো : যশোরের মণিরামপুরে ফজর আলী (৫০) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজর আলী মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের মৃত আব্দুল কাদের মোড়লের ছেলে।

আজ রোববার থানার এসআই তপন উপজেলার রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের কাশিমপুর এলাকার জয়েন্ট ভাটাসংলগ্ন রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করেন।

এ সময় পুলিশ তার ব্যবহৃত একটি ফ্রিডম ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করেছে। বাইকটির সামনের অনেকাংশ ভেঙে গেছে। তাছাড়া ঘটনাস্থলে একটি খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগার চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে মদের বোতল ও জর্দার কৌটা পাওয়া গেছে।

ফজর আলীর মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় রয়েছে। তবে লাশের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর হাসান শিল্পী বলেন, সকালে হাঁটতে বেরিয়ে স্থানীয়রা ফজর আলীর লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যাই। এরপর তিনি থানার ওসি বিপ্লব কুমার নাথ ও ইউপি চেয়ারম্যান আনছার আলীকে খবর দেন।

ইউপি সদস্য জানান, ফজর আলী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অনেক রাত পর্যন্ত তিনি রাস্তায় ভাড়া টানেন। শনিবার রাতে ভাড়া টেনে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, ফজর নেশা করতেন। এর আগেও কয়েকবার তিনি নেশা করে যেখানে সেখানে পড়ে থাকতেন। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা অথবা স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন ইউপি চেয়ারম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ