Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব ইজতেমায় সন্ত্রাসী হামলার হুমকি নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গী (গাজীপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ৪:৫৭ পিএম

টঙ্গী (গাজীপুর)সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে কোনো সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, “বিশ্ব ইজতেমায় আমরা কোনো ধরনের হুমকি মনে করি না। আমরা মনে করি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

আজ রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের কার্যালয়ে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “আমরা সব সময় প্রস্তুত রয়েছি, যা কিছু হতে পারে বা হবে, সবকিছু মাথায় নিয়ে কাজ করি। আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। কোনো হুমকি আমাদের কাছে নেই।”

আসাদুজ্জামান খাঁন আরো বলেন, “আমাদের গোয়েন্দারা কাজ করছেন। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, আপনারা এরই মধ্যে টের পেয়ে গিয়েছেন। কাজেই আমরা, যা কিছুই চিন্তা-ভাবনা আছে সবকিছু মাথায় নিয়ে কাজ করছি।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ