Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বাসচাপায় নারী নিহত

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১:৪৯ পিএম

আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভা উপজেলার আশুলিয়া থানার পল্লী-বিদ্যুৎ এলাকায় বাসের চাপায় কোহিনুর বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান, সকালে পল্লী-বিদ্যুৎ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেকের স্ত্রী কোহিনুর। এসময় নাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা কোহিনুরকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ