বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ লাইনের মির্জাপুর উপজেলার ভানুয়াবহ নামকস্থানে মৈত্রী এক্সপ্রেসের একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে আসা এই ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানা গেছে। বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যাওয়া রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।” একারণে মির্জাপুর ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রায় একঘণ্টা সময় ধরে আটকা পড়ে রয়েছে বলে মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার প্রভাত কুমার জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনাস্থলে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার আঠারোবাড়ি নামকস্থানে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে সেখানে কমপক্ষে ৪জনের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।