Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে আগুন লাগেনি -কর্তৃপক্ষ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের আন্ডার গ্রাউন্ডে গতকাল শনিবার সকালে অগ্নিকান্ডের কোনো ঘটনা ঘটেনি, ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ধোঁয়ার সৃষ্টি হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, সকাল সোয়া ১১টার দিকে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া পরিলক্ষিত হয়। দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় সহায়তার পর তারা চলে যান। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো: আব্দুল্লাহ আল হারুনের বরাত দিয়ে বলা হয়, প্রকৃতপক্ষে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। প্রথমে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ফ্রিকশনে ধোঁয়া পরিলক্ষিত হয়। ওভার হিটের কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার ডিসটিংগুইসার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। চিকিৎসাসেবা যথারীতি স্বাভাবিক ছিল। ধোঁয়া সৃষ্টির ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমটি গঠন করা হবে বলে বলা হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডার গ্রাউন্ডে (বেইজমেন্ট) ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্ট, গ্যাসপ্ল্যান্টসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ