Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ফসলি জমিতে অবৈধ বালু ভরাট নিয়ে সংঘর্ষ আহত ২০

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও সোনারগাঁ রিসোর্ট সিটিতে অবৈধ ভরাটকে কেন্দ্র করে গ্রামবাসী ও বালু সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে ঢামেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ইউনিক গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান উপজেলার পিরোজপুর ইউনিয়েনের মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর, ছয়হিস্যা, রতনপুর, ভবনাথপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার একর কৃষি জমি ক্রয় না করেই একাধিকবার স্থানীয় নেতা ও প্রভাবশালীদের ম্যানেজ করে জোরপূর্বক বালু ভরাটের চেষ্টা করছিল। গত কয়েকদিন আগে স্থানীয় নেতারা জোরপূর্বক ১০টি ড্রেজার দিয়ে ফের ওই ফসলি জমিতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু ভরাটের চেষ্টা চালায়। শনিবার সকালে জমির মালিকরা তাদের জমিতে বালু ভরাটের জন্য বাধা দেয়। এর জের ধরে বিকেলে স্থানীয় ইউপি সদস্য মোশারফের নেতৃত্ব দিপু, মনির হোসেন, লিটন, ফয়সাল, আবু সাঈদ ও কবিরসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গ্রামবাসীর উপর হামলা চালিয়ে সাকিল আহম্মেদ, রাশেল মিয়া, বাবু মিয়া, মুুন্সি আল আমিন ও শামীমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের জানান, বালু ভরাটকারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আর যাতে কোনো সংঘর্ষ না ঘটে, সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ