পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা ধান কাটা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মিরুখালী গ্রামের মৃত আ: আজিজ ঠাকুরের ছেলে কাতার প্রবাসী মো: ইব্রাহীমের (৪৫) সাথে একই গ্রামের মো: কালাম ফরাজীর সাথে দীর্ঘদিন থেকে ফসলি জমি নিয়ে আদালতে মামলা চলে আসছিল। কালাম ফরাজী তার লোকজন নিয়ে বিরোধীয় জমির ধান ৪ জানুয়ারি রোববার কেটে নিয়েছে বলে প্রবাসী ইব্রাহীমের স্ত্রী মোসা: আকলিমা বাদী হয়ে ৫ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় কালাম ফরাজীসহ তার আত্মীয়স্বজন ও দরিদ্র পাড়া-প্রতিবেশীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। অন্যান্য আসামিরা হলেনÑ আ: হাকিম (৫৮), মো: জালাল (৩৫), মো: কামাল (২৫), রেজাউল ফরাজী (১৯), আলামিন (২৮), ইমাম (২৫), ভ্যানচালক সাকায়েত (৩০), তরিকুল (১৯), এমাদুল (৪০), নুরুল হক (৫৮), ভ্যানচালক নুরনবী (১৯), নাসির মাষ্টার (৬০), আবুল হাং (৩৫), মনজু (৩৫) ও শহিদ (১৯)। এছাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আসামিদের অধিকাংশই দরিদ্র। তারা থানা পুলিশের ভয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। মামলার বাদী আকলিমা জানান, কালাম ফরাজী তার লোকজন নিয়ে বিরোধীয় জমির ধান কেটে নিয়ে গেছে। অপর দিকে, কালাম ফরাজী ধান কেটে নেয়ার কথা অস্বীকার করে জানান, তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। স্থনীয় ইউপি সদস্য (৯ নম্বর ওয়ার্ড) মো: মোয়জ্জেম জানান, ৪ জানুয়ারি ধান কেটে নেয়ার কোনো ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।