Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপালী ব্যাংক সিবিএ নির্বাচনে কমিশনার নিয়োগ

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি বছরের মধ্যে রূপালী ব্যাংকের শ্রমিক সংগঠনের (সিবিএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। গতকাল শনিবার রূপালী ব্যাংকের ক্যান্টিন কক্ষে অনুষ্ঠিত সিবিএ (রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ বি-১৬৭৪) বিশেষ সাধারণ সভায় এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কাবিল হোসেন কাজী। এ সময় তিনি সিবিএ’র সকল নেতা-কর্মীদের একই পরিবারের সদস্য ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
সংগঠনের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে সিবিএর সাধারণ সম্পাদক মো. কাবিল হোসেন কাজী ইউনিয়নের বিগত দিনের হিসাব ও কার্যবিবরনী সভায় পাঠ করে শুনান। সভার কার্যবিবরণী পাঠকালে সংগঠনের সাধারণ সম্পদাক বলেন, যেহেতু রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে তাই নির্বাচন পরিচালনার জন্য ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী মো. দুলাল হোসেনকে (সদস্য নং-১৪৩) নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনার সদস্য তালিকা থেকে তার পছন্দমত ২ জন সদস্য নিয়োগ দিবেন। তিনি আরো বলেন, চলতি বছরের মধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনার তার পছন্দমত দিন ঠিক করবেন। এদিকে আজ রোববার নির্বাচন কমিশনার তার দায়িত্ব বুঝে নেবেন বলেও জানান সাধারণ সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপালী

১৯ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২
৪ সেপ্টেম্বর, ২০২২
৫ আগস্ট, ২০২২
৩০ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ