Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ-বান্ধব গ্যাসবিহীন ইট তৈরির কর্মশালা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাঘৈর এলাকায় পরিবেশ-বান্ধব তিনদিনব্যাপী সাধারণ মাটি দিয়ে আগুন ও গ্যাসবিহীন ইট তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে এই কর্মশালা শুরু হয়ে গতকাল (শনিবার) বিকেলে শেষ হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে পরিবেশ-বান্ধব আগুন ও গ্যাসবিহীন সাধারণ মাটি দিয়ে কিভাবে ইট তৈরি করা হয় তা হাতে কলমে-শেখানো হয়। রানা, ওয়াই ই এন্টারপ্রাইজ ও দক্ষিণ কোরিয়ার এস ই ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার সমাপ্তিদিনে প্রধান অথিতি ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ কোরয়িার এস ই ইন্টারন্যাশনালের কর্ণধার প্রকোশলী মিস্টার কীম, প্রকৌশলী মিস্টার পার্ট, রানা এন্টারপ্রাইজের চেয়ারম্যান শারাফাত হোসেন রানা ও ইফতেখার হোসেন ফয়সাল প্রমুখ। আয়োজকরা জানান, পরিবেশ-বান্ধব আগুন ও গ্যাসবিহীন সাধারণ মাটি দিয়ে ইট তৈরির হাতে কলমে প্রশিক্ষণভিত্তিক এ ধরনের কর্মশালা বাংলাদেশে এই প্রথম। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে কয়লা ও কাঠ ব্যবহার করে ইটভাটায় আর কোনো ইট তৈরি করার প্রয়োজন হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ