Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলেন মিরেন ভিন ডিজেলকে ‘পেটাবেন’!

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী হেলেন মিরেন অ্যাকশন তারকা ভিন ডিজেলকে পেটাবেন বলে কপট হুমকি দিয়েছেন। আর কিছু নয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর আগামী পর্বে তাকে যদি অভিনয়ের সুযোগ না দেয়া হয় তাহলে তিনি এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
ডিজেল জানিয়েছেন ৭১ বছর বয়সী অভিনেত্রীটি জনপ্রিয় এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজে অভিনয় করার জন্য ভীষণ আগ্রহী।
ডিজেল বলেন, “আপনারা জানেন অ্যাকশন তারকা কথাটি আপেক্ষিকভাবে নতুন। ‘গন উইথ দ্য উইন্ড’ ফিল্মে ক্লার্ক গেবল একটি আগুনের ওয়াগন চালালেও তাকে অ্যাকশন তারকা বলা হয় ‘দ্য ওয়াইল্ড ওয়ান’ চলচ্চিত্রটিতে মার্লন ব্রান্ডোকে অ্যাকশন তারকা বলা যায়।”
“আমি এই ব্যাপারটি নিয়ে খুব সচেতন ছিলাম না। আমি বরাবরই এক প্রত্যয় নিয়ে কাজ করে গেছি আর সেটাই ‘ফাস্ট’ মহাকাহিনীর জন্য আমার সম্পদ বলে আমি মনে করি...”
“আর এজন্যই সম্ভবত অস্কার জয়ী শিল্পীরাও এতে কাজ করতে আগ্রহী হচ্ছে। চার্লিজ থেরন এরই মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। হেলেন মিরেন, অসাধারণ আর বিস্ময়কর হেলেন মিরেন আমার সঙ্গে গোল্ডেন গেøাবসে আলাপ করেছেন; তাকে যদি সিরিজে না নেয়া হয় তিনি আমাকে পেটাবেন বলে হুমকি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেলেন

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ