Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় শিশু ধর্ষিত

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের খাদিজা আক্তার নামে ৪ বছরের শিশু ধর্ষিত হয়েছে। জানা যায়, গত শুক্রবার সকাল ৮টার দিকে একই বাড়ির সফিউল্লাহর ছেলে সাইফুল ইসলাম (১৬) খাদিজাকে আদর করতে গিয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সকাল ৯টার দিকে খাদিজাকে বরুড়া মৌলভী বাজারস্থিত একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করে অপারেশন করা হয়। বিষয়টি জানাজানি হলে, খাদিজাকে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিনা সুলতানা জানান, মেয়েটির পেরিনালটিয়ার হয়েছে। কয়েকটি সেলাই লেগেছে। মেন্টালি মেয়েটি শকে আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে তৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়েছে। মেয়ের মামা শাহ আলম বলেন, ধর্ষক সাইফুলকে আটক করে এর সঠিক বিচার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ