Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক আরো ৮

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ আরো ৮ জনকে আটক করেছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮ জনকে আটক করে বিভিন্ন তদন্তকারী দল। লিটন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ৮ জন আটকের সত্যতা স্বীকার করে জানান, তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ৪০ দিনের এ কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারঃ) রেজিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) হাবিবুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার। এ সময় উপস্থিত ছিলেন তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, বেলকা ইউপি চেয়ারম্যান, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহসহ সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। এর আগে ১৫ ইউনিয়নে লটারীর মাধ্যমে মোট ৫ হাজার ৩১৪ উপকারভোগীর তালিকা তৈরি করা হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রথম পর্যায়ের এ কাজের জন্য মোট ৪ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ