Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগজ তৈরির দুই কারখানায় আগুন

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি কাগজ তৈরির (বোট মিল) কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মেশিনারিজসহ কাগজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত শীতলক্ষ্যা বোট মিল ও মায়ের দোয়া বোট মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মঠেরঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশেই শীতলক্ষ্যা বোট মিল ও মায়ের দোয়া বোট মিল রয়েছে। দুটি মিলে প্রায় শতাধিক শ্রমিক রয়েছে। এছাড়া মিল দুটি পাশাপাশি। সকালে হঠাৎ করে শীতলক্ষ্যা বোট মিলের এক পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই দুটি মিলে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা কারখানা ত্যাগ করায় কেউ আহত হয়নি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় কাঞ্চন ফায়ার সার্ভিসের একদল কমকল বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে মিলে থাকা মেশিনারীজসহ কাগজ তৈরি কাঁচামাল পুড়ে যায়। এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিলো। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছেনা।
রড চুরির দায়ে আটক ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রড চুরির দায়ে চার জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভুলতা এলাকা থেকে চুরি হওয়া রডসহ ওই চার জনকে আটক করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হোসাইন জানান, শনিবার ভোরে ভুলতা এলাকার এ ওয়ান ফ্লোয়ার নামে একটি কারখানা থেকে ৭০ মণ রড চুরি করে নিয়ে যায়। দুপুরে ভুলতা এলাকা থেকে চুরি হওয়া রডসহ  চার জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা মামলা হয়েছে। আটককৃতরা হলো- নাটোর জেলার বড়াইগ্রাম থানার ভবানিপুর এলাকার আবুল খায়েরের ছেলে আসাদ, ভোলা জেলার সদর উপজেলার গঙ্গাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সানাউদ্দিন, ফরিদপুর জেলার সালথা থানার মাজারদি এলাকার ইয়ানুছের ছেলে হানিফ ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আলী মিয়ার ছেলে মোহন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ