Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবিরোধী সভা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী বলেন, মাধবপুর এলাকায় বহু নামীদামী কোম্পানী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কেউ যদি শিল্প অঞ্চলে চাঁদাবাজি, সন্ত্রাস করতে চায় তাহলে সে যেই হোক তার শাস্তি নিশ্চিত করা হবে। মানুষের জানমাল শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সকলের বিবেক একসঙ্গে জাগ্রত হলে অপরাধ নির্মূল করা অসম্ভব কিছু নয়। শুক্রবার রাতে মাধবপুর পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার হরিতলা নাহিদ ফাইন টেক্সটাইল মিলস মাঠে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী। সহকারী পুলিশ সুপার এস.এম. রাজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ মোঃ মুসলিম, থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন, ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন, চেয়ারম্যান শহিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ