রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা ধান কাটা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, মিরুখালী গ্রামের মৃত আঃ আজিজ ঠাকুরের ছেলে কাতার প্রবাসী মোঃ ইব্রাহীম(৪৫) এর সাথে একই গ্রামের মোঃ কালাম ফরাজীর সাথে দীর্ঘ দিন থেকে ফসলি জমি নিয়ে আদালতে মামলা চলে আসছিল। কালাম ফরাজী তার লোকজন নিয়ে বিরোধীয় জমির ধান ৪ জানুয়ারী রোববার কেটে নিয়েছে বলে প্রবাসী ইব্রাহীমের স্ত্রী মোসাঃ আকলিমা বাদী হয়ে ৫ জানুয়ারী মঠবাড়িয়া উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় কালাম ফরাজীসহ তার আতœীয়-স্বজন ও দরিদ্র পাড়া প্রতিবেশী মোট ১৬ জনকে আসামি করা হয়। এছাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আসামিদের অধিকাংশই দরিদ্র। থানা পুলিশের ভয়ে তারা স্বাভাবিকভাকে কাজকর্ম করতে পারছে না। মামলার বাদীনি আকলিমা জানান, কালাম ফরাজী তার লোকজন নিয়া বিরোধীয় জমির ধান কেটে নিয়ে গেছে। অপরদিকে কালাম ফরাজী ধান কেটে নেয়ার কথা অস্বীকার করে জানান, তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। স্থনীয় ইউপি সদস্য (৯ নং ওয়ার্ড) মোঃ মোয়জ্জেম জানান, ৪ জানুয়ারী ধান কেটে নেয়ার কোন ঘটনা ঘটে নাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।