বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহসিন রাজু, বগুড়া থেকে : আলোচনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী কোনালের যাদুকরী পরিবশেনায় মুগ্ধ শ্রোতা দর্শকের সামনে উত্তরাঞ্চলের গেটওয়ে খ্যাত বগুড়ায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো ব্যাংকিং প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রথম অর্থলগ্নী প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের। বৃহস্পতিবার রাতে বগুড়ার মালতীনগরের ডিসি বাংলো রোডের বগুড়া কনভেশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. মাসুদুর রহমান মিলন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এফ এম বরকতউল্লাহ।
মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ১৯৮১ সাল থেকে বাংলাদেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে ধারাবাহিকভাবে এর কার্যক্রম পরিচালনা করছে। মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষের মধ্যে আর্থিক সেবা নিশ্চিত করতে চলতি বছর সারা দেশে নয়টি ব্রাঞ্চ অফিস উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের প্রান্তিক অঞ্চলের মানুষকেও ঋণ স্কিমের আওয়তায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের খেটে খাওয়া মানুষকে আর্থিক সেবা দিতে এবং আর্থিক খাতে ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বগুড়ায় এই ব্রাঞ্চ অফিস চালু করেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।