বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সত্যজিৎ দাস সৈকতকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক আহত করেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের নাগড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা শাওন জানান, সত্যজিৎ দাস সৈকত গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তার বন্ধু রাজীবের সাথে সাতপাই কালিবাড়ী এলাকায় দেখা করতে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে।
নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হলে এ ব্যাপারে আইনানুনগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।