Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববাজারে চাহিদা কমেছে স্বর্ণের

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বুধবার পণ্যটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে ডলারের অবনমন। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে আগামী ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এখানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৬৫ ডলার ১০ সেন্টে। কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ১৬২ ডলারে। সেদিন তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল ধাতুটির দাম। দর বৃদ্ধি পেলেও ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে এসে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের চাহিদা। সে বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিশ্ববাজারে মোট ৯৯৯ দশমিক ৮ টন স্বর্ণের চাহিদা ছিল। এর আগের প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বে ১ হাজার ৬০ টন স্বর্ণের চাহিদা ছিল। এ হিসাবে ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ধাতুটির চাহিদা কমেছে ১০ শতাংশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায়, চাহিদা কমাতে মুখ্য ভূমিকা পালন করেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। তৃতীয় প্রান্তিকে বার ও কয়েনে ৩৬ শতাংশ এবং জুলেয়ারি খাতে স্বর্ণের চাহিদা কমেছে ২১ শতাংশ। ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা ছিল ১৫৪ টন। তৃতীয় প্রান্তিকে চাহিদা কমে ১৩৯ টনে নেমে আসে। একইভাবে বিনিয়োগ খাতে দ্বিতীয় প্রান্তিকে চাহিদা ছিল ৪৫১ টন। তৃতীয় প্রান্তিকে তা কমে ৩৩৬ টনে নেমে আসে। এছাড়া দাপ্তরিক মুদ্রা, দাঁতের চিকিত্সাসহ কয়েকটি খাতে ধাতুটির চাহিদা কমেছে। তবে প্রযুক্তি, ইলেকট্রনিকসসহ কয়েকটি খাতে স্বর্ণের চাহিদা বেড়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমলেও বেড়েছে সরবরাহ। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বে মোট ১ হাজার ১৭৩ টন স্বর্ণ সরবরাহ হয়েছিল, যা আগের বছরের (২০১৫) একই প্রান্তিকের তুলনায় ৪ শতাংশ বেশি। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এদিন ধাতুটির দাম বেড়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে চলে এসেছে। ব্যবসায়ীরা বাজারে কৌশলগত পরিবর্তন আনার পাশাপাশি ডলারের সামান্য অবনমন স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা বেড়েছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৬২ ডলারে। গত ১৪ ডিসেম্বরের পর এটিই ধাতুটির সর্বোচ্চ দর। স্বর্ণের বাজার সম্পর্কে কিটকো মেটালসের বৈশ্বিক বাণিজ্য পরিচালক পিটার হাগ বলেন, ‘মঙ্গলবার ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের বাজারটি দিনের শুরুতে চাপের মুখে ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডলারের ঊর্ধ্বমুখিতা হ্রাস পেলে স্বর্ণের বাজার চাঙ্গা হয়ে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ববাজার

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ