Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় দখলে নিতে সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেয় দল থেকে সাময়িক বহিষ্কৃত জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও তার লোকজন।
এ খবর পেয়ে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থকরাও কার্যালয়ে আসার চেষ্টা করে। এ সময় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ দুই গ্রুপের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ