Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নির্দেশ অমান্য করে চলছে সরকারি জমিতে ভবন নির্মাণ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে সরকারি জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দু,সহদর। ভবন অপসারণের পদক্ষেপ গ্রহণের জন্য রাজবাড়ী জেলা প্রশাসককে পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। নির্দেশ অমান্য করেই এখনো চালিয়ে যাচ্ছে নির্মাণ কাজ। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত বিএস ১নং খতিয়ানের ১৫৮৫নং দাগের ১৩.৬০ বর্গ মিটার জমি দখল করে রতন দাস ও রনজিত দাস দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করে। জামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজ বন্ধের নির্দেশ প্রদান করলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় নির্মাণ কাজ চালিয়ে যায়। বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে। তাদেরকে কাজ বন্ধ করতে নির্দেশ দিলেও কাজ চালিয়ে যান। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম তাদের বিরুদ্ধে মিস, কেস নং- ২৯/১৬-১৭ দায়ের করেন। অবৈধ দ্বিতল ভবনটি ভেঙে সরকারি জায়গা দখলমুক্ত করতে গত ১৭ নভেম্বর-১৬ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে পত্র প্রেরণ করেন। জামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জানান, নির্দেশ অমান্য করে সরকারি ছুটির দিনে গোপনে নির্মাণ কাজ করছে বলে জানতে পেরেছি। সরকারি জমিতে দ্বিতল ভবন নির্মাণকারী রনজিত দাস জানান, ক্রয়কৃত ও কিছু খাস জমিতে দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। বন্দোবস্ত নেয়ার জন্য আবেদন করা হয়েছে। তবে নির্দেশ অমান্য করে কাজ করা হয়নি বলে দাবি করাসহ সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার জানান, সরকারি জমি দখলমুক্ত করতে ইতোমধ্যেই রাজবাড়ী জেলা প্রশাসককে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি শীঘ্রই অবৈধ দখলমুক্ত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ