Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ারখালী অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালী সদরে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালখালী থানা সংলগ্ন দক্ষিণ পাশে এঘটনা ঘটে। এ আগুনের ঘটনায় ৪টি দোকানে প্রাথমিকভাবে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। তবে ফায়ার সার্ভিসের কর্মর্তারা এতে ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা বলে জানান। জানা যায়, গতকাল শুক্রবার সকালে বোয়ালখালী থানার দক্ষিণ পার্শ্বের দোকানে আগুন লাগলে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪ দোকানের প্রায়ই অংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে সময় মত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরণের ক্ষয় ক্ষতি থেকে বেছে গেছেন আশ-পাশের আরো প্রায় ২৫-৩০ টি দোকান। ক্ষতিগ্রস্থরা হলেন, মো. দেলোয়ার-কুলিং কর্ণার, সাধন দাশ-ফার্মেসী, শিবু দাশ-মুদির দোকান এবং মে. নাছির ।  বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ শোয়েব মুন্সি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ৪টি দোকান পুরে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রায় আট লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে প্রায় ১৫/২০লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যথায় আরো বেশি ক্ষতির সম্মুখিন হতেন ব্যবসায়ীরা। দোকানদারা জাানান প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে আগুনের খবর পেয়ে ছুটে আসি। এসময় কিছু মালাামাল উদ্ধার করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ