Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার জুয়াড়ির কারাদন্ড

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ এর ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ জুয়ারুকে ৭ দিন করে কারাদ- প্রদান করেছেন। জানা গেছে, ঘটনার দিন থানার এসআই আমিনুল ইসলাম ফোর্সসহ উপজেলার গুনাহার ইউনিয়নের ছাতনী বাজার এলাকায় যান। এ সময় বাজারের পূর্ব পার্শ্বে মাঠে ৮ থেকে ১০ জন জুয়ারুকে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ আসরে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা জুয়ারুরা দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই ৪ জুয়াড়িকে আটক করেন। আককৃতরা হলোÑ পাঁচোষা গ্রামের আজিজার রহমানের পুত্র রমজান আলী (৩০), মৃত আব্দুস সামাদের পুত্র আক্কাছ আলী (৪৫), মৃত কাসেমের পুত্র আলেফ হোসেন (৩০) ও হাফুনিয়া গ্রামের শব্দুল ফকিরের পুত্র আলামিন (২১)। ওই দিন রাতেই তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক প্রত্যেককে ৭ দিন করে কারাদ- প্রদান করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ-প্রাপ্ত জুয়াড়িদের গতকাল শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ