Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে নিখোঁজের চারদিন পর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা :নিখোঁজের চারদিন পরে বাগেরহাটে এক কৃষকলীগ নেতার ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কাসেম মাখন (৫০) কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের শেখ ওহিদুল নবীর ছেলে ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম শিপনের ভাই।

চিতলমারী থানার ওসি মো. রেজাউল করিম জানান, আজ শনিবার সকালে চিতলমারী-পাটগাতি সড়কের চরচিনগুড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম শিপন জানান, চার দিন আগে তার মেজো ভাই কাসেম বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ