রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ের খৈয়াছরায় চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল লিঃ ও ম্যাক্স ডায়গনস্টিক লিঃ এবং ১২নং খৈয়াছরা ইউনিয়নের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে উক্ত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম ইরান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ১২নং খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ চৌধুরী, আরো বক্তব্য প্রদান করেন নিজামপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, মেডিসিন বিভাগের ডাঃ পঞ্চানন চক্রবর্তী, ডাঃ মোঃ আরিফ হোসেন, এডমিন ম্যানেজার অজিত দে। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, মাহফুজুল আলম, আলতাফ হোসেনসহ প্রমুখ। এতে রোগীদের মাঝে পাঁচ স্তরের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ম্যাক্স হসপিটাল লিঃ এর মেডিসিন বিভাগের ডাঃ আ.স.ম লুৎফুল কবির (শিমুল), ডাঃ মোঃ আবদুল হামিদ সাগর, হৃদরোগ বিভাগের ডাক্তার অধ্যাপক ডাঃ এম. এ. রউফ, গ্যাষ্টো এন্টরোলজি বিভাগের ডাঃ মোহাম্মদ আবু ফয়সাল, ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ডায়াবেটিস ও হরমোন বিভাগের ডাঃ মাসুদ করিম, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের ডাঃ হোসনে আরা বেগম (শ্যামা) ও ডাঃ সীমা ভট্টাচার্য্য, ইউরোলজি বিভাগের ডাঃ মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী সুজা। এসময় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।