Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ মন্দিরের মূর্তি ভাঙচুর টুঙ্গিপাড়া থানায় মামলা গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩টি মন্দিরের মূর্তি ভাঙচুর ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডুমুরিয়া ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২০ জনের নাম উল্লেখসহ আরো ৩০-৩৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি সোহেল শেখ, সবুর শেখ ও তোরাব আলী শেখকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ প্রেসক্লাবের সমানের সড়কে গত বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মামলার বিবরণে জান গেছে, গত বুধবার গভীর রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দুর্গা মন্দির, পাশের হরি মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। মামলার বাদী সুখময় বাইন জানান, জামাই বাজারের একটি সরকারি জমিতে বাঁশবাড়িয়া গ্রামের এজাজ শেখ দোকান তুলতে যায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজ এতে কয়েক দফা বাধা দেয়। এ নিয়ে সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ওই দুর্গা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল্লাহ বলেন, কে বা কারা ভাঙচুর করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা এরই মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছি। সরকারি  জমি দখল নিয়ে এ ভাঙচুর হয়েছে বলে ধারনা করা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্ম মোখলেসুর রহমান সরকার বলেন, আমরা সার্বক্ষণিক বিষয়টি নজরদারিতে রেখেছি। যাদের  নাম এসেছে তাদের আমরা গ্রেফতার করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ