পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ ১ বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে। আটককৃত ব্যক্তি উপজেলার বিষ্ণপুর পুলিশ পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাসিম (৪২)।
জানাযায়, বুধবার রাতে ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করলে ভারতের ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এ বিষয়ে ১৪বিজিবি’র সিও লে. কর্ণেল আলি রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটককৃত ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। এ ব্যাপারে শুক্রবার দু’পক্ষের মধ্যে পতাকা বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।