Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলমডাঙ্গায় হিরোইনসহ আটক ২

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার গোবিন্দপুর থেকে ১৫ গ্রাম হিরোইনসহ আব্দুস সালাম (২১) ও জিয়াউর হক (৩৯)কে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে গোবিন্দপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার এসআই মহব্বত আলী সঙ্গীয় ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুস সালাম ও মৃত আবুল কাশেমের ছেলে জিয়াউল হককে ১৫গ্রাম হিরোইনসহ আটক করে।
জীবননগর থানার ওসি ঘটানর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ