Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে পুলিশের সাথে সংর্ঘষে ইয়াবা ব্যবসায়ী নিহত : ২ পুলিশ আহত

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারে পুলিশের সাথে সংঘর্ষে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ইয়াবা ব্যবসায়ীর হামলায় এক এসআইসহ দুই পুলিশ গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বেরীরপাড় এলাকায় যমুনা পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় মৌলভীবাজার মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে রুয়েলসহ তিন ইয়াবা ব্যবসায়ী অতর্কিত একটি চায়নিজ কুড়াল ও ছুরি নিয়ে পুলিশের উপর হামালা চালালে আহত হন মৌলভীবাজার মডেল থানার এসআই আবদুল মালিক ও কনস্টেবল বজলুল করিম। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ শহরতলীর মোস্তফাপুর এলাকা থেকে আহত অবস্থায় রুয়েলকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন। গুরুতর আহত এসআই আবদুল মালিক ও কনস্টেবল বজলুল করিমকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ হাসপাতলের মর্গে রাখা হয়েছে। সে সদর উপজেলার ঘয়ঘর গ্রামের শায়েস্থা মিয়ার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌলভীবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ