বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : উপজেলা শিক্ষা অফিসের গাফিলতির কারণে বই উৎসবের ৫ দিনেও সব গুলো পাঠ্য বই বগুড়ার শাজাহানপুরে পৌঁছেনি। আবার যে বইগুলো দেরিতে পৌঁছেছে সেগুলোও বিতরণ করা হয়নি। ফলে উপজেলার ১শ’ ৯৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও পঞ্চম শ্রেণির ১৪ হাজার ২শ’ ৬৫ জন শিক্ষার্থীর পাঠদান ও পাঠ গ্রহণ কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির ৭-৮ হাজার বইয়ের চাহিদা থাকলেও গত বুধবার পর্যন্ত ১টি বইও পৌঁছেনি।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উপজেলার ১শ’২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭৩টি কেজি স্কুল ও বিশেষায়িত স্কুল মিলে মোট ১শ’ ৯৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ৪শ’ ২৫ জন শিক্ষার্থীর জন্য পাঠ্য পুস্তকের চাহিদা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। সে মোতাবেক গত ২৩ ডিসেম্বর থেকে শাজাহানপুরে বিনামূল্যের বই পৌঁছানো শুরু করে। কিন্তু ১ জানুয়ারির বই উৎসবে দেখা যায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ধর্মীয় শিক্ষার বই ছাড়া আর কোন বই পৌঁছেনি। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং সমাজ বই পৌঁছিলেও গণিত, বিজ্ঞান এবং ধর্মীয় শিক্ষার বই পৌঁছেনি। অবশেষে গত ১ জানুয়ারি রাতে তৃতীয় শেণির বিজ্ঞান বই বাদে অন্য ৪টি বিষয়ের বই এবং পঞ্চম শ্রেণির অবশিষ্ট ৩টি বিষয়ের বই শাজাহানপুরে পৌঁছিলেও গত বুধবার পর্যন্ত বইগুলো বিতরণ করেনি শিক্ষা অফিস। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুরের সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী জানিয়েছেন, পাঠ্য বই পৌঁছানো এবং বিতরণের কাজ সময় মতো না হওয়ায় পাঠদান ও পাঠ গ্রহণ কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে শাজাহানপুর সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, সাব-ক্লাস্টার ট্রেনিংয়ে ব্যস্ত থাকায় বই বিতরণ করা সম্ভব হয়নি। দেরিতে পৌঁছা বই গুলো আগামী শনিবার বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।