Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে চার বিষয়ের বই পায়নি সাড়ে আট হাজার শিক্ষার্থী

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জে পঞ্চম শ্রেণির সাড়ে আট হাজার শিক্ষার্থী চার বিষয়ের বই পায়নি। এ কারণে বিদ্যালয়গুলোতে পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরু হয়নি। গত রোববার সারাদেশের মতো হাজীগঞ্জ উপজেলায়ও বই বিতরণ উৎসব পালিত হয়েছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। কিন্তু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে দুই বিষয়ের বই তুলে দেয়া হয়েছে। এতে আনন্দের পরিবর্তে মন খারাপ করে বাড়ি ফিরেছে তারা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব শিক্ষার্থী চার বিষয়ের বই হাতে পায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে আট হাজার পাঁচশ তিনজন শিক্ষার্থী অধ্যায়নরত। রোববার বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ের বই দেয়া হয়েছে। চার বিষয়ের বই না আসায় শিক্ষার্থীদের এসব বই বিতরণ করা সম্ভব হয়নি। গত বুধবার সকালে উপজেলা সদরে অবস্থিত হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণি কক্ষেই শিক্ষার্থীর উপস্থিতি নেই। অভিভাবকরা কয়েকজন ছেলে মেয়ে নিয়ে এসেছেন ভর্তির জন্য। ভর্তির পর তারা বই নিয়ে বাড়ি চলে গেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চার বিষয়ের বই পায়নি। কবে নাগাদ এসব বই পাওয়া যাবে শিক্ষা অফিস থেকে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। শ্রেণি কার্যক্রম কবে চালু হবে এ প্রসঙ্গে রোকেয়া সুলতানা জানান, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য শিক্ষকদের ছাত্র-ছাত্রীর বাড়িতে পাঠানো হচ্ছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুজন শিক্ষার্থী বলে, তারা দুজনসহ মোট ছয়জন ক্লাসে উপস্থিত হয়েছে। বই পাওয়ার আশায় তারা বিদ্যালয়ে এসেছে। কিন্তু এখন পর্যন্ত তারা গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সাধারণ বিজ্ঞান ও ধর্ম বিষয়ের বই হাতে পায়নি। বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন জানান, তার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৬২ জন শিক্ষার্থী রয়েছে। বোরবার থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য শ্রেণির পুরোদমে ক্লাস চললেও সব বই না পাওয়ায় পঞ্চম শ্রেণির ক্লাস পুরোপুরি চালু করা যাচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম মিজানুর রহমান বলেন, চলতি সপ্তাহের মধ্যেই পঞ্চম শ্রেণির সব বই আনার চেষ্টা চলছে। বই আসামাত্রই বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ